আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আজ রাতে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ভেনেজুয়েলা। স্পেনের ওয়ান্ডা মেট্রোপলিটানো স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত দুইটায়। সবকিছু ঠিক থাকলে এই ম্যাচে আর্জেন্টিনার হয়ে খেলবেন সুপারস্টার লিওনেল মেসি।
গত বছর রাশিয়া বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নেয়ার পর আর্জেন্টিনার হয়ে খেলেননি মেসি। তিনি আজ খেললেও পুরো সময় খেলতে পারবেন কিনা তা নিয়ে শঙ্কা রয়েছে। কারণ তার হিপে কিছুটা সমস্যা রয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে এই সমস্যায় ভুগছেন তিনি। তাছাড়া আগামী ২৬ মার্চ মরক্কোর বিপক্ষে ম্যাচ রয়েছে আর্জেন্টিনার।
ভেনেজুয়েলার বিপক্ষে মেসি খেললেও খেলবেন না অ্যাঞ্জেল ডি মারিয়া। কারণ, তিনি ইনজুরিতে ভুগছেন। মরক্কোর বিপক্ষেও তিনি খেলতে পারবেন না।
আর্জেন্টিনার শুরুর একাদশ (সম্ভাব্য): আরামানি; মন্টিয়েল, মের্কাদো, ফয়থ, তাগলিয়াফিসো; প্যারেডেস, পেরেইরা, লো সেলসো; মেসি, লতারো, মার্টিনেজ, পিটি মার্টিনেজ।
ভেনেজুয়েলার শুরুর একাদশ (সম্ভাব্য): ফারিনেজ; রোসালেস, ওসোরিও, চ্যান্সেলর, মাগো; মোরেনো, হেরেইরা, রিঙ্কন; মুরিল্লো, রন্ডন, মার্টিনেজ।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ জয় রহমান
Leave a Reply