রাত পোহালেই পহেলা বৈশাখ। জমকালো এক পহেলা বৈশাখ উদযাপনের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন তাদের প্রস্তুতি ইতোমধ্যে প্রায় শেষও করেছে। তবে দিনটি উদযাপনে বেশ কিছু বিধিনিষেধ জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান জানিয়েছেন, সন্ধ্যা ৬টার মধ্যেই বৈশাখের সকল আয়োজন শেষ করতে হবে। শোভাযাত্রায় কোন প্রকার মুখোশ পরা যাবে না, বাজানো যাবে না উচ্চ শব্দে বাঁশি। এছাড়াও, সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত রিক্সা, বাইসাইকেলসহ সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। বৈশাখের দুপুরে খাবার জন্য যে সব গাড়ি প্রবেশ করবে সেই গাড়িগুলো বিনোদপুর গেট হয়ে প্রবেশ করে সিলসিলা রেস্তোরাঁ হয়ে বিভিন্ন ভবনে যাবে। খাবার দেয়া শেষে আবার একই রাস্তা হয়ে ফিরে যাবে।
অধ্যাপক লুৎফর রহমান জানান, ক্যাম্পাসের নিরাপত্তার স্বার্থেই এসব বিধি নিষেধ জারি করা হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চতকরণে এদিন ক্যাম্পাসে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে। সুষ্ঠুভাবে দিনটি উদযাপন করার জন্য সকলেই যেন বিশ্ববিদ্যালয় প্রশাসকে সহায়তা করে।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply