“আমার আঙিনায়”
রুবেল সরদার
আমার আঙ্গিনায়-
মুখোশেরা ভীড় জমায়,
যত কাছে ডাকি,
দূরে সরে যায়।
বসুন্ধারার হয়ত
কেউ নেই,
একান্ত আপন ।
চারিদিকে খেলা করে
যতোসব
স্বার্থপরেরা।
নিভু নিভু করে
জীবনের আলোর প্রদীপ
মনের আকাশে
মেঘেরা
বাসা বাঁধে।
কখনো পায়চারী করে বেড়ায়
কখনো বা দ্রুত দৌড়ায়।
তবুও আমি——-
প্রত্যাশা নিয়ে থাকি
মেঘের পরে রোদ আসবে
সেই প্রতিক্ষায়।।।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply