গাংচিলেদের কোন গন্তব্য নেই !
তারা অন্তহীন আকাশে ডানা মেলে উড়তে থাকে ।
যতদূর বিস্তৃত করা যায় সেই ডানা ,
যতদুর দীর্ঘায়িত করা যায় এই যাত্রা ;
যতদুরে গেলে; তাদের হৃদয় পরিপূর্ণ হয় কানায় কানায়।
অসীম শূণ্যতার মাঝে তার কি যে অনাবিল আনন্দ !
নদীর ঢেউয়ের তালে তালে ওঠানামা করতে থাকে তারা
বাতাসের পরতে পরতে ;
যেন নদীর সাথে বহুদিনের সখ্যতা তাদের ,
নিরবধি বয়ে চলে যেই নদী
সমুদ্রের সাথে মিলনের উদ্দেশ্যে।
গাংচিলেরাও কি সমুদ্রে যেতে চায় ?
অজানা সমুদ্রের পানে তার এতই আকর্ষন !
বৃষ্টিবিভোর দিনে গাংচিলেরা যেন অস্থির হয়ে ওঠে ,
যেন কোন বার্তাবাহক তারা !
মেঘেদের আনাগোনার খবর তার ঠিক সময়মত পৌছে দিতে হবে
মেঘবিলাসী হৃদয়বান আর হৃদয়বতীদের কাছে !
রোদ্দুরে গাংচিলেরা অনেক শান্ত,অনেক সুস্থির ;
রোদের উত্তাপে গা ভাসিয়ে দেয় নিজের সুখে ।
হৃদয়ের উষ্ণতায় ভেসে বেড়ায় মনের আনন্দে,
রোদ্দুর বুঝি গাংচিলেদের বড়ই প্রিয়।।
অনলাইন বাংলা নিউজ বিডিঃ /-এস এস
Leave a Reply