জাহেদুল ইসলাম (মিরাজ), চট্রগ্রাম প্রতিনিধি: বায়তুল ইরফান আদর্শ মাদ্রাসার বার্ষিক দ্বীনি মাহফিল ও পুরস্কার বিতরণী সভা মঙ্গলবার ২৬শে মার্চ মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সকাল ৮টায় কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা আরম্ভ হয়।কামাল উদ্দিনের পরিচালনায় হামদ্ নাত,
আরবি বক্তৃতা,চার ভাষার সূরা,কবিতা আবৃতি,হিফজুল হাদিস,এবং বক্তব্য প্রতিযোগতা অনুষ্ঠিত হয়।প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বে ছিলেন বায়তুল ইরফান আদর্শ মাদ্রাসার শিক্ষক জয়নাল আবেদিন(কোরআন),আমান উল্লাহ (কোরআন),জসিম উদ্দিন (ইংরেজি)।বার্ষিক দ্বীনি মাহফিল ও পুরস্কার বিতরণী সভাই দ্বীনি হেদায়তি মুসলিম সমাজকে মাদ্রাসার প্রতি আকৃষ্ট হওয়ার আহ্বান জানান প্রবীণ বক্তা আলেমে দ্বীন। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থী
অভিবাবকদে উদ্দেশ্যে মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব মাওলানা কাজী মুহাম্মদ মনছুরুল হক বলেন, লাভের আশায় আমি মাদ্রাসা করি নাই,ইবাদতের উদ্দেশ্য মাদ্রাসা করেছি।এত পরিশ্রম করি মাদ্রাসার জন্য তারপরও অনেকের অনেক কথা শুনতে হয়েছে কিন্তু আমি কারো কথার মাঝে কান না দিয়ে নিজে এগিয়ে এসেছি মাদ্রাসার স্বার্থে।একটা আশা করে এত পরিশ্রম এই ইহকালে কিছু না পেলেও পরকালে আল্লাহর কাছেই পাবো।আমি ইবাদত মনে করেই করছি।শিক্ষার্থীদের উদ্দেশ্য তিনি বলেন, আমার মাদ্রাসায় ১৩২জন শিক্ষার্থী (A+) পেয়েছে আমি তাদের সবাইকে তাদের শিক্ষা জীবনে কাজে আসে
এই ধরনের পুরস্কার প্রতি বছর দিয়ে থাকি এইবারও টিক প্রতি বছরের ন্যায় (A+) প্রাপ্ত সাবার মাঝে পুরস্কার বিতরন করেন এবং যারা প্রতিযোগিতায় আংশ গ্রহনকারিদের বিজয়ী হয়ে যারা ১ম,২য়,৩য় স্থান অধিকার করেন তাদেরকে পুরস্কার বিতরন করেন।সর্বউচ্চ উপস্থিতির জন্য ৩২জনকে পুরস্কার বিতরন করেন যাতে সামনের বছরে শিক্ষার্থীরা আরো বেশি করে উপস্থিত থাকতে চাই। এর পর সাবার উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ওয়াজ করেন আলেমেদ্বিন।এরপর সবার উদ্দেশ্য শান্তি কামনা আর দোয়ার মধ্য দিয়ে মুনাজাত সম্পন্নের করে মাহফিলের ইতি করেন।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply