সাউদাম্পটনে বিশ্বকাপের ঊনিশতম ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ। শেষ খবর পাওয়া পর্যন্ত ৪০ ওভার শেষে ক্যরিবীয়দের সংগ্রহ ৮ উইকেটে ২০২ রান।
দলীয় ৪ রানেই ক্রিস ওকসের বলে বোল্ড হয়ে ফিরে যান ওপেনার এভিন লুইস। একারণেই শুরু থেকে চিরচেনা বিধ্বংসী রূপে দেখা যায়নি আরেক উদ্বোধনী ব্যাটসম্যান ক্রিস গেইলকে।
তবে উইকেটে থিতু হয়ে হাত খুলতে শুরু করেছিলেন গেইল। ৫ বাউন্ডারি ও ১ ছক্কায় ৪১ বলে ৩৬ রান তুলে লিয়াম প্লাংকেটের বলে জনি বেয়ারস্টোর হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন এই ব্যাটিং দানব।
ইনফর্ম ক্যারিবীয় ব্যাটসম্যান শাই হোপও ব্যর্থ হয়েছেন আজ। শুরুতেই ধুঁকতে থাকা হোপ মার্ক উডের বলে এলবিডব্লিউ হয়ে ফিরেছেন ৩০ বলে ১১ রান করে।
তবে এরপর ক্যারিবীয় ইনিংসের হাল ধরেন দুই উদীয়মান ব্যাটসম্যান শিমরন হেটমায়ার ও নিকোলাস পুরান। দুজনে মিলে গড়েন ৮৯ রানের জুটি। তবে জো রুটের বলে সম্পূর্ণ অবান্তর এক শট খেলে উইকেট বিলিয়ে দিয়ে আসেন হেটমায়ার। পার্ট টাইমার রুটে দ্রুত কাটা পড়েন উইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডারও।
এরপর ওয়েস্ট ইন্ডিজের আসার প্রদীপ হয়ে ক্রিজে আসেন হার্ডহিটার আন্দ্রে রাসেল। তবে ১৬ বলে ১ চার ও ২ ছয়ে ঝড়ো গতিতে ২১ রান তুলে মার্ক উডের বলে বিদায় নেন তিনিও।
সব শেষে ৭৮ বল খেলে ৬৩ রান করে জোফরা আর্চারের বাউন্সারে পরাস্ত হয়ে আউট প্যাভিলিয়নে ফিরেছেন নিকোলাস পুরানও। পুরান আউট হওয়ার পরের বলেই শেলডন কটরেলকে তুলে নেন আর্চার।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
খবরটি যদি গুরুত্বপুর্ন মনে হয় তাহলে লাইক, কমেন্টস, শেয়ার করুন
Leave a Reply