সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সিলেট-২ আসন থেকে উদীয়মান সূর্য প্রতীকে জয় পাওয়া গণফোরাম নেতা মোকাব্বির খান। মঙ্গলবার দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনে তিনি শপথ নেন। তাকে শপথ বাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
ঐক্যফ্রন্টের সঙ্গে মত-দ্বিমতের পর দলীয় সিদ্ধান্তে শপথ নিলেন মোকাব্বির খান। এ লক্ষ্যে সোমবার একটি চিঠি পাঠিয়ে তিনি শপথ আয়োজনের অনুরোধ করেন বলে জানান সংসদ সচিবালয়ের সচিব জাফর আহমেদ। তার চিঠির প্রেক্ষিতে মঙ্গলবার সংসদে শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এর আগে গত ৭ মার্চ শপথ নেন জোটসঙ্গী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হওয়া গণফোরামের আরেক নেতা সুলতান মনসুর। ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি মৌলভীবাজার-২ আসন থেকে ধানের শীষ প্রতীকে জয়ী হন।
৭ মার্চ এমপি হিসেবে শপথ নেয়ার পর সংসদ অধিবেশনেও যোগ দেন সুলতান মনসুর। ওই সময় তার সঙ্গে মোকাব্বির খানেরও শপথ নেয়ার কথা ছিল। তবে শেষ পর্যন্ত দলের সিদ্ধান্তে তিনি শপথ নেবেন না বলে জানান। মোকাব্বিরের দাবি, এবার দলের সিদ্ধান্তেই তিনি শপথ নিয়েছেন।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ জয় রহমান
Leave a Reply