সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পাওয়া ৯ বিচারপতি শপথ গ্রহণ করেছেন।
সোমবার (২১ অক্টোবর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন তাদের একে একে শপথ বাক্য পাঠ করান।
রাষ্ট্রপতির আদেশক্রমে গতকাল রোববার (২০ অক্টোবর) আইন মন্ত্রণালয় তাদের নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
এতে বলা হয়, সংবিধানের ৯৮ অনুচ্ছেদের ক্ষমতাবলে তাদের শপথগ্রহণের তারিখ হতে অনধিক দুই বছরের জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এ নিয়োগ শপথগ্রহণের দিন থেকে কার্যকর হবে।
শপথ নেয়া বিচারপতিরা হলেন- কাজী এবাদত হোসেন, কে এম জাহিদ সরওয়ার কাজল, মো.মাহমুদ হাসান তালুকদার মিন্টু, জাকির হোসেন, সাহেদ নুর উদ্দিন, আখতারুজ্জামান, একেএম জহিরুল হক, মাহবুবুল ইসলাম এবং কাজী জিনাত হক।
Leave a Reply