গতকাল বৃহস্পতিবার রাতে সৌদি আরবসহ অন্যান্য মঘ্যপ্রাচ্যের দেশগুলোতে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। এর সূত্র ধরে শুক্রবার ঈদ পালন করা হবে এসব দেশগুলোতে।
আরব নিউজ, আল-আরাবিয়া ও গালফ নিউজের খবরে এ তথ্য জানানো হয়। চাঁদ দেখা যাওয়া দেশগুলোর মধ্যে অন্যতম হলো, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইন ও ওমান।
সৌদি আরব ও পশ্চিমা দেশগুলোর সঙ্গে মিল রেখে চাঁদপুর, মাদারীপুর ও শরীয়তপুরের চার উপজেলার কয়েকশ গ্রামের মুসলিমরা শুক্রবার ঈদ উদযাপন করবেন। এসব গ্রামের মুসলিমরা দীর্ঘদিন ধরেই এভাবে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা, ঈদ, শবে-বরাত, শবে-মেরাজসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করে থাকেন।
সৌদি আরবের পাশাপাশি শুক্রবার ঈদ পালিত হবে সিঙ্গাপুর, মালয়েশিয়া, তুরস্ক, বাহরাইন এসব দেশেও। মালয়েশিয়ার সরকারী মুখপাত্র এ বিষয়ে বিবৃতি দিয়েছেন।
সিঙ্গাপুরে শুক্রবারেই ঈদ উদযাপন করা হবে। সংবাদ মাধ্যম চ্যানেল নিউজ এশিয়া এই খবর জানিয়েছে। দেশটির একজন মুফতি ড. মোহাম্মদ ফাতরিস বাকারাম এক বিবৃতিতে এই খবর জানান।
সাধারনত সৌদি আরবের এক দিন পর ঈদ পালিত হয়ে বাংলাদেশে। এবারও তাই হবে বলে আশা করা হচ্ছে।
সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা হবে ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে। শুক্রবার সন্ধ্যায় চাঁদ দেখা গেলে বাংলাদেশে শনিবার ঈদ হবে।
বাংলাদেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ টেলিফোন এবং ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১ নম্বরে ফ্যাক্স করে জানানোর অনুরোধ করা হয়েছে।
ঈদ প্রতিটি মুসলমানের হৃদয়ে আনন্দ উল্লাস ও নতুনের বার্তা নিয়ে আসে। সাথে করে নিয়ে আসে কিছু ধর্মীয় মূল্যবোধ, যা আমরা অনেকেই মানি না।
সেসব মেনে চলতে পারলে দেশ তথা সমগ্র বিশ্বই পাল্টে যেতো। এত অনাহারী, অর্ধাহারী মানুষগুলো ধুঁকে ধুঁকে মরতো না।
শান্তির সাদা পায়রা উড়ে পৃথিবীর আকাশ জুড়ে। এমন একদিন নিশ্চয়ই আসবে, সে প্রত্যাশাতেই ঈদ পালন করে থাকেন ধর্মপ্রাণ সকল মুসুল্লীরা।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ ও এস
Leave a Reply