ইসলাম শান্তির ধর্ম,কিন্তু মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা এবং সেখানে বিভিন্ন জঙ্গিগোষ্ঠির কারনে ইসলাম ধর্ম ও মুসলমানদের নিয়ে খারাপ ধারণা পোষন করে পশ্চিমা বিশ্বের মানুষ এবং অন্য অঞ্চলে মানুষেরা। কিন্তু তাদের এই ধারণা হিসেবে আখ্যা দিয়ে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক অঙ্গসংগঠন ইউনেস্কো ঘোষণা করেছে ইসলাম হচ্ছে সবচেয়ে শান্তির ধর্ম। ইসলামের চেয়ে শান্তির ধর্ম আর নাই।
আজ থেকে প্রায় ১৪০০ বছর পূর্ব মহানবী (সাঃ) এর মাধ্যমে পরিপূর্ণ ভাবে ইসলাম প্রতিষ্ঠা করে। রাসূল (সাঃ) যখন মক্কার অরাজকতা দেখে বসতেন তখন একদিক আল্লাহ তা’আলার নিকট থেকে জিবরাঈল (আঃ) এর মাধ্যমে ওহী আসে। তার পর ধীরে ধীরে সমস্ত কুরআন মাজীদ নাযিল হয়। কুরআন এবং রাসূল (সাঃ) এর কোন হাদীসে ইসলাম অরাজকতার কথা বলে নাই। ইসলাম কোন মানুষ কে বিনা দোষে হত্যা কে অনুমোদন করে নি।
কিন্তু বর্তমান পৃথিবীতে রাজনৈতিক টানাপোড়ন, গোষ্ঠী ও স্বার্থ নিয়ে রেশারেশির কারনে উদ্ভুত পরিস্থিতি হতে অনেক মানুষ চরমপন্থার পথে চলে গিয়েছে। তবে পৃথিবীর সকল দেশে, সকল ধর্মে কিছু মানুষ চরমপন্থী যারা ধর্মীয় অনুশাসণ মেনে চলে না। পশ্চিমা মিডিয়া গুলোর একপাক্ষিক ভাবে চরমপন্থাদের খারাপ কাজ গুলো কে মুসলমানদের কাজ বলে চালিয়ে দেওয়ার কারনে পশ্চিমা মানুষের ধারণা ইসলস সন্ত্রাসীদের ধর্ম এবং সকল মুসলমান ই সন্ত্রাসী।
কিন্তু তাদের এই ধারণা ভুল করে দিয়েছে খোদ পশ্চিমাদের আধিপত্যশীল সংস্থা জাতিসংঘের অঙ্গসংগঠন ইউনেস্কো। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক এই সংগঠন টি ঘোষণা করেছে ইসলাম পৃথিবীর সবচেয়ে শান্তির ধর্ম।
পিস ফাউন্ডেশন ও ইউনেস্কো কর্তৃক পরিচালিত এক গবেষণার মাধ্যমে এই স্বীকৃতি দেওয়া। বিশ্বের সবচেয়ে শান্তির ধর্ম কোনটি সেটি খতিয়ে বের করা ই ছিল এই গবেষণার উদ্দেশ্য।
ইউনেস্কো তাদের ঘোষণায় বলেছে, দীর্ঘ ৬ মাসের গবেষণা ও নিবিড় ভাবে পর্যালোচনা করার পর আমরা এই সিদ্ধান্তে পৌছেছি যে ইসলাম পৃথিবীর সবচেয়ে শান্তির ধর্ম। এক সংবাদ এমন কথা ই বলেছেন ইউনেস্কোর সাথে যৌথ ভাবে গবেষণা পরিচালনাকারী প্রতিষ্ঠান পিস ফাউন্ডেশনের প্রধান রবার্ট ম্যাকগি।
বর্তমান বিশ্বের অনেক শহর যেমন ঢাকা, লন্ডন,প্যারিস ইত্যাদি শহরগুলো তে যে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে এর সাথে কোন ইসলাম ধর্মের কোন যোগসাজশ থাকার প্রশ্ন ই আসে না। কারন সন্ত্রাসীরা এমন প্রকৃতির যাদের মধ্যে দেশ,জাতি ও ধর্মের কোন ভেদাভেদ থাকে না। এসব কথাবার্তা তুলে ধরেছেন ইউনেস্কো কর্মকর্তারা।
ইউনেস্কোর পক্ষ থেকে আরো বলা হয়, ইসলাম কোন সন্ত্রাসের ধর্ম নয়,ইসলাম পুরোপুরি শান্তির ধর্ম।
বিশ্বের বিভিন্ন দেশের বড় বড় রাজনৈতিক দল,রাজনৈতিক নেতা,বিভিন্ন রাষ্ট্র ও বিভিন্ন ধর্মীয়গুরুরা ইউনেস্কোর এই ঘোষণা কে স্বাগত জানিয়েছে। এ বিষয়ে তীব্বতের ধর্মীয়গুরু দালাইলামা অন্য সকল ধর্ম গুলো কে ইসলাম থেকে শান্তির শিক্ষা নিতে বলেছেন এবং কি করে অহিংস ও সহনসশীল থাকা যায় সেই চেষ্টার কথাও বলেন তিনি।
কিন্তু ইসলাম ধর্মের বড় বড় আলেমরা বলেছেন,ইসলাম শুরু থেকে ই শান্তির ধর্ম ছিল। তাই ইসলাম কে পুনরায় শান্তির ধর্ম হিসেবে আখ্যা দেওয়া তাদের কাছে কোন গুরুত্ব বহন করে না। তারা মনে করেন ইসলাম কে শান্তির ধর্ম বানাতে ইউনেস্কোর কোন ঘোষণার দরকার নাই। বরং এতে নতুন বিতর্ক সৃষ্টি হবে।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ ও এস
Leave a Reply