হাদীস: হযরত আদী ইবনে হাতেম (রা) হতে বর্ণিত। তিনি বলেন, আমি এক সময় রাসূল (সাঃ) কে শিকারী কুকুর সম্পর্কে প্রশ্ন করলাম। তুমি তোমার শিকারী কুকুরকে শিকার ধরার জন্য পাঠালে যদি সে শিকার ধরে হত্যা করে নিয়ে আসে।
তবে তুমি উক্ত শিকারকৃত প্রাণীর গোশত খেতে পার। আর যদি সে নিজে তা হতে কিছু অংশ খেয়ে ফেলে, তা হলে উক্ত প্রাণীর গোশত তুমি খেয়ো না। যেহেতু মনে করতে হবে যে, সে নিজের খাবার জন্য শিকার করেছে। তোমার জন্য নয়।
অতঃপর আমি পুনরায় প্রশ্ন করলাম হুজুর আমি আমার শিকারী কুকুরকে শিকার ধরার জন্য পাঠালাম। তারপর আমি তার সাথে অন্য আর একটি কুকুরকে ও দেখতে পেলাম। তখন আমি কি করব? উত্তরে হুজুর (সাঃ) বললেন, এ অবস্থায় তুমি শিকারকৃত প্রাণীটি খেয়ো না।
কারণ তুমি তোমার কুকুরটি শিকারে পাঠাবার সময় ‘বিসমিল্লাহ’ পাঠ করেছিলে অন্যের কুকুর পাঠাবার সময়তো তুমি বিসমিল্লাহ বলনি। তাই এ অবস্থায় কুকুরের শিকার কৃত প্রাণী খাওয়া যাবে না।
অনলাইন বাংলা নিউজ বিডিঃ / শাকিল আহমেদ মোহন
Leave a Reply