শপথের পর প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে সংসদের দ্বিতীয় অধিবেশনে যোগ দিয়েই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি চাইলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ এর এমপি হারুন উর রশিদ।
সোমবার (২৯ এপ্রিল) সংসদে সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান।
হারুন উর রশিদ বলেন, দলীয় সিদ্ধান্তে বিশেষ করে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশেই আমরা এখানে এসেছি, শপথ নিয়েছি।
তিনি বলেন, এই সংসদ প্রকৃতভাবে জনগণের প্রতিনিধিত্ব করছে না। জনগণের ভোটে এই সরকার নির্বাচিত হয় নাই। যে কারণে নির্বাচন নিয়ে বির্তক আছে। এই নির্বাচন বিএনপি এবং ঐক্যফ্রন্ট প্রত্যাখ্যান করেছে।
তিনি বলেন, মানুষ যে ফলাফল প্রত্যাশা করেছিলো সেই ফলাফল পায় নাই। আমরা তারপরেও আজকে চারজন এবং এর আগে আমাদের একজন জাহিদুর রহমান শপথ নিয়েছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের দলের ৬ জনের মধ্যে ৫ জন শপথ নিয়েছি। আমরা সংখ্যায় কম হলেও আমাদের কথা বলার সময় দেবেন। আমরা তোষামোদি করবো না। সব সময় সত্য ও সঠিক কথা বলবো। এতে সরকার উপকৃত হবে।
হারুন বলেন, সংসদে সত্য কথা বলার জন্য এবং দেশের যে সংকট তৈরি হয়েছে সেই বিষয়ে কথা বলার জন্য এসেছি। ভোট চুরির মাধ্যমে সংসদ গঠন করা হয়েছে। দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে বিপর্যস্ত করে দেয়া হয়েছে। ভোট চুরি করে আসার জন্য সংবিধান সংশোধন করা হয়েছে। এটিকে ঠিক করার দায়িত্ব বর্তমান সরকারের। কিভাবে সরকার এটাকে ঠিক করবে, কিভাবে জনগণের দ্বারা সরকার গঠন করা যায়, কিভাবে জনগণের দ্বারা প্রতিনিধি নির্বাচন করা যায় এটা সম্পূর্ণভাবে সরকারের দায়িত্ব। বিষয়গুলো সংসদে বলার জন্য এসেছি।
তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে আজকে কারাগারে বন্দি রাখা হয়েছে। নিম্ন আদালত থেকে ফরমায়েশী রায়ের মাধ্যমে সরকারের হস্তক্ষেপে সাজা দেয়া হল। তাকে জামিন দেয়া হচ্ছে না। অথচ দেশে ফাঁসির আসামি, মাদকের আসামি তারা জামিনে মুক্তি পায়। উনাকে জামিন দেয়া হচ্ছে না। আমরা প্রত্যাশা করবো যতদ্রুত সম্ভব সরকার তাকে জামিনে মুক্তি দেবেন এবং দেশে তার সুচিকিৎসার ব্যবস্থা করবেন।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply