জাহেদুল ইসলাম মিরাজ চট্রগ্রাম প্রতিনিধি:বাঁশখালীর উত্তর জলদি নেয়াজরপাড়ার কৃতি সন্তান সংবাদিক জসিম প্রথম কন্যা সন্তানের বাবা হলেন ।২৫শে মার্চ রোজ সোমবার চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার কন্যা সন্তানের ভূমিষ্ঠ হয়। মোঃ জসীম উদ্দিন এর কাছ প্রথম কন্যা সন্তানের বাবা হওয়ার অনুভুতি নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ২৫শে মার্চ, ২০১৯।
আমার জীবনের সবচেয়ে স্মরণীয় দিন। কারণ এই দিনে আমি প্রথম বাবা হলাম। বাবা হওয়ার অনুভূতিটা আসলে বলে ব্যক্ত করার মত বিষয় নয়। এটা একটা অদ্ভুত স্বর্গীয় অনুভূতি। তারপরও এই অনুভূতিগুলো সবার সাথে শেয়ার করারও একটা আনন্দ আছে, সেই ইচ্ছা থেকেই এই বলার অবতারণা। আজ ২টা ৩০ মিনিটে আসে সেই মাহেন্দ্রক্ষণ,আমাদের কন্যা সন্তান প্রথম এই পৃথিবীতে আলোর মুখ দেখে।
যখন ডাক্তারের কাছ থেকে প্রথম খবরটা শুনলাম, আমার প্রথম প্রশ্নটা ছিল ডাক্তারের কাছে, “বাচ্চার মা সুস্থ আছে তো?” ডাক্তার যখন “হ্যাঁ” বললেন, তখন আনন্দের আতিশয্যে আমার দু’চোখ দিয়ে ঝরঝর করে অশ্রু ঝরছিলো। এটা একটা অসাধারণ অনুভূতি যা শুধু ঐ ব্যক্তির পক্ষেই বোঝা সম্ভব যিনি নিজে এই পরিস্থিতির মধ্যে দিয়ে যান, লিখে বা মুখে বর্ণনা করে এই অভিজ্ঞতা কাউকে বোঝানো সম্ভব না। আমাদের বাবুটা হওয়ার পর যখন পরিচিত সবাইকে ফোন করে জানাচ্ছিলাম খবরটা, তখন অনেকের সাথেই আমি কান্নার কারণে ঠিকমত কথা বলতে পারিনি। আল্লাহর কাছে হাজারো কৌটি শুকরিয়ারা প্রথম কন্যা সন্তানের বাবা হতে পেরে, আমি সত্যিই গর্বিত ও আনন্দে আপ্লুত হয়েছি যে আমি প্রথম কন্যা সন্তানের বাবা হয়েছি। অবশেষে সাংবাদিক জসীম উদ্দিন সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ও দোয়া চেয়েছেন
অনলাইন বাংলা নিউজ বিডি :/ জয় রহমান
Leave a Reply