ব্রুনাইয়ে যৌনতার ব্যাপারে নতুনভাবে কঠোর আইন পাস করা হয়েছে। বিবাহ বহির্ভূত যৌন সম্পর্ক এবং যে কোনো ধরনের সমকামিতার দায়ে পাথর নিক্ষেপ করে হত্যার বিধান চালু করা হয়েছে। বুধবার থেকে ওই বিধান কার্যকর হওয়ার কথা।
এ ধরনের আইন চালু করার ফলে আন্তর্জাতিকভাবে দেশটির ব্যাপক সমালোচনা হচ্ছে। এই আইন পাসের ফলে সে দেশের সমকামীরা দিশেহারা হয়ে পড়েছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামের নবী হযরত মুহাম্মদ (সা.) কে কটাক্ষ করলে উন্মুক্ত মঞ্চে পাথর ছুঁড়ে হত্যার আইন চালু হয়েছে সে দেশে। বুধবার থেকে সে আইনও কার্যকর হবে।
ব্রুনাইয়ের একজন সমকামী বিবিসিকে বলেছেন, আপনি একবার ভেবে দেখুন যে, আপনার প্রতিবেশী থেকে শুরু করে পরিবারের লোকজন এমনকি রাস্তার পাশে চিংড়ি বিক্রি করা নারীও আপনাকে পাথর ছুঁড়ে হত্যা করছেন; অথচ তারা একবারও আপনাকে মানুষ বলে মনে করছে না।
বুধবার ব্রুনাইয়ের সুলতান জানান, আমি চাই, এ দেশে ইসলামের নিয়ম কানুন কঠোরভাবে পালন করা হোক। বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে। তবে তার উদ্ধৃতিতে পাথর নিক্ষেপ করার কোনো বিধানের কথা আসেনি।
।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply