“এ জীবন বাজি”
সমীর কুমার
সবুজ শ্যামল স্বপ্নে ঘেরা দেশটা ছিল শষ্যে ভরা,
ফুল ফলসির গন্ধ জোরা সেইতো সকল দেশের সেরা।
হঠাৎ কারা এলো যারা অত্যাচারী-আত্মহারা আগুন্তুকের দল!
তস্ নস করে ভাঙ্গল তারা শ্যামল শোভা রুপ-রমনীর মল।
আবার যখন পেলাম মোরা মুক্ত মোনে স্বাধীনতার বল,
তখন মোরা সর্বহারা হারিয়েছি মুক্তিসেনা বুদ্ধিজীবির দল।
ওরা ছিল দেশের মাথা ওরাই দেশের বল,
তাই বলেকি দেশটা মোদের,হয়ে যাবে অচল?
আমরাও তো বেঁচে আছি জন্ম হেথায় গাঁথা,
আমরাই তো হতে পারি এদেশটারি উন্নতশীর মাথা।
মুক্তিসেনার মুক্ত হাসি রাখতে গিয়ে করিয়াছি পণ,
দেশটাকে ভাই গড়তে আজি বাজী রাখব এজীবন।।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply