“একুশ তুমি”
সমীর কুমার
একুশ তুমি পটভূমি তটে একাত্তুরের স্বাধীনতা,
একুশ তুমি ইতিহাস বুকে ভাই হারানোর ব্যাথা।
একুশ তুমি সারা-বাংলার ব্যাথাতুর এক প্রান,
একুশ তুমি প্রভাত ফেরিতে স্বরনের এক গান।
একুশ তুমি পুর্ব-বাংলার বাঁধ ভাঙ্গা সেই বান,
ভাসিয়ে দিয়েছ মরু-সৈনের বেসুরো সেই গান।
একুশ তুমি জন্ম দিয়েছ কত যে শহীদ মিনার,
তারি পদতলে ফুল দিয়ে যাই ধন্য জীবন আমার।
একুশ তুমি আমাদের কাছে কান্না-হাসির গান,
ভাইয়ের বুকের রক্ত দিয়ে ভেজা মায়ের প্রান।
একুশ তুমি জাতীয়তা-বাদী দুর্ভেদ্ধ রণতরী,
তোমার বুকে পাল উড়িয়ে পাড়ি দেবো কালো-রাত্রি।
একুশ তুমি সারা পৃথীবির মাতৃত্তের অহংকার,
একুশ তোমায় স্বরিব আমরা যুগে যুগে বার বার।।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply