এক সাক্ষাৎকারে বাংলাদেশী ক্রিকেটার সাকিব আল হাসান নিজেই নিজের ফিটনেস নিয়ে সংশয় প্রকাশ করেন।
তিনি বলেন, এশিয়া কাপ সামনে রেখে তিনি ২০-৩০ ভাগ ফিট। সাকিবের এমন বক্তব্যে বিব্রতকর অবস্থায় পড়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
কিন্তু সাকিব বলছেন ভিন্ন কথা। সাকিবের দাবি, সাক্ষাৎকারে তার বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। গতকাল বিসিবিকে ই-মেইল করে নিজের বক্তব্যের ব্যাখ্যা দেন সাকিব। জানা যায়, বিসিবিকে পাঠানো ই-মেইলে সাকিব দাবি করেন, নিজের ফিটনেস নিয়ে সংশয় প্রকাশ করলেও ব্যাটিং-বোলিং করতে পারবেন না এমন কথা তিনি বলেননি। এমনকি সাক্ষাৎকারকেও বলেছেন ‘হালকা কথোপকথন’। সাকিবের মেইল প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে বিসিবি’র প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘সাকিব আমাদের জানিয়েছেন তিনি ওভাবে কথাগুলো বলেননি।
তার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। দলের আগেই সাকিব দুবাই পৌঁছে যাবেন।’ এশিয়া কাপ খেলতে আগামীকাল বাংলাদেশ দলের সংযুক্ত আরব আমিরাতের বিমান ধরার কথা। সাকিবের ফিটনেস নিয়ে আলোচনার মধ্যেই বৃহস্পতিবার এশিয়া কাপের দলে ১৬তম সদস্য হিসেবে ডাক পান মুমিনুল হক। টপঅর্ডার ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্তও ইনজুরিতে ভুগছেন।
এর আগে বিসিবি’র মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘আমেরিকা যাওয়ার আগেও সাকিব বলেনি তার হাতে ব্যথা, খেলতে পারবে না। ২০-৩০ ভাগ ফিট হলে আগে তা বোর্ডকে বলা উচিত ছিল। তার মানে সে খেলার মতো অবস্থায় নেই, আনফিট। কাজটা সে ঠিক করেনি। আমাদের একটা বিব্রতকর অবস্থায় ফেলে দিয়েছে।’
অবশ্য সাকিবের ফিটনেস নিয়ে আশাবাদী বাংলাদেশ দলের ইংলিশ কোচ স্টিভ রোডস। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি না সাকিব মাত্র ২০-৩০ ভাগ ফিট। আমার মনে হয় সে এর চেয়েও অনেক বেশি ফিট।’ রোডস মনে করেন এ ইনজুরি নিয়েও সাকিবের ৬০-৭০ ভাগ দেয়ার ক্ষমতা আছে এবং এটাই দলের জন্য যথেষ্ট। কোচের এমন ভাবনার পেছনে কাজ করছে গেল জুলাই-আগস্টে ওয়েস্ট ইন্ডিজ সফরে সাকিবের দারুণ পারফরম্যান্স।
সদ্য পবিত্র হজ পালন করে আসা সাকিবের দলের সঙ্গে অনুশীলন না করাতেও কোনো সমস্যা দেখছেন না রোডস। ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মূর্তজাও সাকিবের ফিটনেস মূল্যায়ন করেন সবশেষ সিরিজের পারফরম্যান্স দিয়ে। মাশরাফি বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাকিবের পারফরম্যান্স আমাদের জয়ের জন্য অনেক ভূমিকা রাখে। আমার কাছে মনে হয় সাকিব অতটুকু ফিট থাকলেই দলের জন্য যথেষ্ট।’
সাকিব বাংলাদেশ দল।এর জন্য এক নির্ভরযোগ্য ব্যাটসম্যান এবং বোলারও। বিভিন্ন সময়ে তিনি একক নৈপুণ্যে দলকে জিতিয়েছেন। তাঁর ফিটনেস না থাকাটা তাই কিছুটা হলেও দুশ্চিন্তার কারন। তবে তিনি মাঠে নেমে নিজের ফিটনেসের প্রমাণ দেবেন, এমন আশাবাদ সকলের।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ এম ইউ
Leave a Reply