নিজস্ব প্রতিবেদনঃ সাতকানিয়ায় দুর্ধর্ষ সন্ত্রাসী ও ইয়াবা ব্যবসায়ী সাইফু মিন্টুর বাহিনীর অত্যাচারে পাঁচ মাস ধরে ১০ টি পরিবার উধাও। এদের পরিবারে নারী শিশুসহ অর্ধশত লোকজন রয়েছে। গত পাঁচ মাস ধরে নিজেদের ভিটে বাড়ি থেকে উচ্ছেদ হওয়ার পর থেকে খোলা আকাশের নিচে দিনযাপন করছে । ঘর বাড়ি ফিরে পেতে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন উচ্ছেদ হওয়া পরিবারসহ এলাকার বিক্ষোভ জনতা।
সংবাদ সম্মেলনে এলাকাবাসীর পক্ষে লিখিত বক্তব্যে চরতি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মঈন উদ্দিন চৌধুরী বলেন সাতকানিয়া উপজেলার চরতি গ্রামের আন্তঃজেলা ডাকাত সরদার আহমদ এর ছেলে সাইফু। গত এক বছর ধরে সৌদিয়া থেকে দেশে ফিরে এলাকা ইয়াবা ব্যবসা। অস্ত্র ব্যবসা। খাল ও নদী থেকে অবৈধ বালু ব্যবসা। পাহাড় কেটে মাটির ব্যবসা।করে আসতেছে।এসব অবৈধ ব্যবসার সঙ্গে আগে থেকে জড়িত রয়েছে তার চাচা শাহানুর মিন্টু। এর মধ্যে গত ২৯ শে নভেম্বর ইয়াবা ব্যবসার ভাগ বাটোয়ারা নিয়ে শাইফু তার চাচা শাহানুর মিন্টু ও কবির আহমদ ।কবির আহমদের ছেলে বাবু ।আলী হোসেনের ছেলে কামাল ।আব্দুল খালেকের ছেলে ইয়াসিন। ও আবুল কাশেম এর মধ্যে মারামারি এক পর্যায়ে গোলাগুলি হয় ।
এই সময় স্থানীয় লোকজন নিবৃত্ত করতে এগিয়ে আসলে ছাদের উপর এলোপাতাড়ি গুলি করে সাইফুল। সাইফুল এর গুলিতে আলমগীর নামের একজন গুলিবিদ্ধ হন।ও মোহাম্মদ হোসেন । মোহাম্মদ শফি সহ কয়েকজন আহত হন। এই সময় সাইফুল তার নিজের দোষ অন্যের উপর চাপিয়ে দিতে এলাকার এক শিক্ষকের ছেলে আশরাফকে মারধর করে ও পুলিশের কাছে তুলে দেয় ।সেলিম কোন ভাবে পালিয়ে প্রাণ রক্ষা করে।এরপর এলাকার ১০-১২ টি পরিবারের উপর তাণ্ডব চালায় সাইফুল মিন্টু বাহিনী ।
তারা আবুল খায়ের। সরোয়ার ।নুরুল আমিন ।ফারুক । বসর কবির আহমদ ।আব্দুল করিম ।আব্দুর রহিমের ঘরবাড়ি ও দুটি মুদির দোকান ভাঙচুর ও লুটপাট করে ।এ সময় এসব পরিবারের নারী শিশু ও বৃদ্ধদের মারধর করে ভিটে- বাড়ি থেকে উচ্ছেদ করে দেয়। এসব ঘরের আসবাবপত্র ঘরের বেড়া চালের টিন পর্যন্ত ভাঙচুর করে ও বাহিরে বিক্রি করে দেয়।এমন কি ভিটে- বাড়িতে থাকা গাছপালাগুলো পর্যন্ত বিক্রি করে দেয় সন্ত্রাসীরা। এরপর সাইফু মিন্টু বাহিনী পুরো এলাকায় ক্রাশের রাজস্থান কায়েম করে। এরপর থেকে তাদের ইয়াবা অস্ত্র অবৈধ বালু ও মাটির ব্যবসা আগের চেয়ে কয়েক গুণ হারে বেড়ে যায়।গত ২১ শে এপ্রিল এলাকা থেকে উচ্ছেদ হওয়া পরিবারগুলোর এক নিকট আত্মীয় মারা যায়।
গত বুধবার ওই আত্মিয়ের জিয়াফতে যায়। উচ্ছেদ হওয়া পরিবারের কয়েকজন সদস্য। কিন্তু জিয়াফত স্থলেই উচ্ছেদ হওয়া পরিবারের লোকজনকে অস্ত্রশস্ত্র নিয়ে ঘিরে ফেলে সাইফু মিন্টুর বাহিনী।এরমধ্যে নুরুল আমিনের ছেলে কায়েস কে মারধর করে সন্ত্রাসীরা। ওই দিন সন্ধ্যায় দক্ষিণ চরতি কাটাখালি ব্রিজ এর পাশে সাবেক ইউপি সদস্য মোজাহেরুল হক এর ছেলে মেজবাউল হক কে প্রচন্ড মারধর করে সন্ত্রাসী সাইফুল ও মিন্টু বাহিনী ।দা ছুরি দিয়ে মারধরের পর গুরুত্ব আহত অবস্থায় থাকে আবার তাদের অস্ত্র দিয়ে পুলিশের হাতে তুলে দেয় সন্ত্রাসীরা। এরপর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সন্ত্রাসী সাইফুর ও মিন্টু বাহিনীর কাছে ১৫-২০ টি অবৈধ অস্ত্র রয়েছে। অস্ত্রের ভয়ে তাদের অরাজকতার বিরুদ্ধে কেউ এগিয়ে আসছে না ।এদের মধ্যে সাইফু নারী নির্যাতন মামলা ও মিন্টু সরকারি সার পাচার মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।সংবাদ সম্মেলনে ভিটে বাড়ি থেকে উচ্ছেদ হওয়া নুরুল আমিন। আবুল খায়ের ।সরোয়ার ।ফারুক ।কবির আহাম্মদ। আব্দুল করিম ।আব্দুর রহিম। ও মিসবাহউল হকের মা ও এলাকার গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply