নাটোরের সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আদেশ আলী সরদারের সমর্থক যুবলীগ নেতা শহিদুল ইসলামের (৪০) ওপর আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম শফিকের সমর্থকরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বুধবার বিকেলে সিংড়া পৌর বাসস্ট্যান্ডে বৈঠা ও ঝাঁড়ু মিছিল থেকে তার ওপর অতর্কিত হামলা চালানো হয় বলে অভিযোগ করেন তিনি। বর্তমানে তিনি সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি। শহিদুল ইসলাম সিংড়া পৌরসভার দক্ষিণ দমদমা গ্রামের মৃত আফছার আলীর ছেলে এবং পৌর যুবলীগের সাবেক সহ সভাপতি।
শহিদুল ইসলাম বলেন, ‘বিকেলে সিংড়া পৌর বাসস্ট্যান্ডে একটি চায়ের স্টলে বসেছিলাম। এমন সময় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রাথী ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিকের নেতৃত্বাধীন বৈঠা ও ঝাঁড়ু মিছিল থেকে পলকের দালাল, মেয়রের দালাল, হাইব্রিডের দালালকে ধর শ্লোগানে শফিকের সমর্থক নাদিম, মিন্টু ও সাধুর নেতৃত্বে আমার ওপর হামলা চালায় এবং বৈঠা দিয়ে বেদম মারপিট করা হয়। এ সময় উপস্থিত জনতা এগিয়ে এসে আমাকে প্রাণে বাঁচিয়ে হাসপাতালে ভর্তি করে।’
স্বতন্ত্র প্রার্থী আদেশ আলী সরদার হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘আমি সহিংসতার পক্ষে না। নির্বাচনকে কেন্দ্র করে প্রতিবাদের নামে বৈঠা মিছিলের মাধ্যমে দেশিয় অস্ত্র প্রদর্শন এবং মানুষকে হুমকি দিয়ে ও জিম্মি করে এলাকায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি এটা কাম্য নয়। আমি অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি দাবি করছি।’
এ বিষয়ে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, ‘সম্প্রতি শেরকোল ইউনিয়নের সাবেক ছাত্রলীগ নেতা কামরুল সরকারের ওপর হামলার প্রতিবাদে বুধবার বিকেলে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল করেছি। সেখানে এ ধরনের কোন ঘটনা ঘটেনি। প্রতিপক্ষ বিষয়টি নিয়ে মিথ্যা অপপ্রচার করছে।’
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, ‘এ ঘটনায় এখনও কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply