দীপ্ত টিভির জনপ্রিয় সিরিজ ‘সুলতান সুলেমান’ শেষ হয়ে যাওয়ায় যারা ভেঙে পড়েছিলেন, তাদের জন্য সুখবর। এবার আসছে সুলতান সুলেমানের পরবর্তী প্রজন্মের গল্প। নতুন এই সিরিজের নাম ‘সুলতান সুলেমান: কোসেম’।
এবারের গল্প সুলতান সুলেমানের দৌহিত্র সুলতান আহমেদ আর তার সন্তানদের রাজত্ব নিয়ে। সুলতান আহমেদ-এর জীবনে প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাবে যুক্ত থাকেন তার স্ত্রী কোসেম। মূলত এই নারীর গল্প নিয়েই আবর্তীত হবে সিরিজটির কাহিনি।
হুররাম সুলতানের পর অটোমান সাম্রাজ্যের অন্যতম মহীয়সী নারী সুলতান আহমেদের স্ত্রী কোসেম সুলতান। এক সাধারণ গ্রিক বণিকের মেয়ে আনাস্তাসিয়া থেকে সুলতানের স্ত্রীতে পরিণত হন তিনি। এরপর তাকে ‘মাহপেইকার’ এবং সর্বশেষ ‘কোসেম’ উপাধি দেওয়া হয়।
হুররাম সুলতানের মতো বারবার প্রাসাদ ষড়যন্ত্রের শিকার হন তিনি। একটি হত্যার প্রতিশোধ নিতে গিয়ে নিজেকে শক্তিমান করে তোলেন।
কোসেম সুলতান এতটাই প্রভাবশালী হয়ে ওঠেন যে হুররাম সুলতানের মতো লুকিয়ে নয়, বরং প্রকাশ্যে সাম্রাজ্যের নানা বিষয় নিজের নিয়ন্ত্রণে রাখেন। একপর্যায়ে কোসেমই সাম্রাজ্য পরিচালনা করেন।
কোসেমের পথের বাধা সুলতান মুরাদের স্ত্রী সম্রাজ্ঞী সাফিয়ে সুলতান। ‘সুলতান সুলেমান’ সিরিজের গল্পের শেষ দিকে এই চরিত্রটি দেখা গেছে। সুলতান আহমেদের প্রতি উজির-এ-আযম দারভিশ পাশার পিতৃসুলভ আচরণ এবং আহমেদের মা হানদান সুলতানের সঙ্গে তাঁর গোপন সম্পর্ক কাহিনিতে এক ভিন্ন মাত্রা যোগ করে, যা আহমেদের বাবা সুলতান মেহমেদের অকালমৃত্যুকে প্রশ্নবিদ্ধ করে।
এদিকে সুলতান আহমেদের সৎমা হালিমে সুলতান নিজের সন্তান মুস্তাফাকে সিংহাসনে বসানোর চেষ্টা করেন। বারবার কোসেম আর সুলতান আহমেদের সামনে নতুন বাধা তৈরি করেন। আরও চিত্রিত হয়েছে সাফিয়ে সুলতানের কন্যা শাহাজাদি ফারিয়ার সঙ্গে পরবর্তী সময়ে ক্রিমিয়ার খান (রাজা) মেহমেদ গিরায়ের প্রেম-প্রতারণা ও বিশ্বাসঘাতকতা। এর সঙ্গে জড়িয়ে থাকে কোসেমের জয়-পরাজয়ের গল্প।
দীপ্ত টিভির পর্দায় বাংলায় ডাবিংকৃত এই সিরিজটি দেখতে দর্শককে অপেক্ষ করতে হবে আরও কয়েক মাস। ২০১৮’র ফেব্রুয়ারি থেকে প্রচার শুরু হবে সিরিজটির।
অনলাইন বাংলা নিউজ বিডিঃ / কাউসার।
Leave a Reply