হাদীস: হযরত আবু মাসউদুল আনসারী (রা) হতে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ (সাঃ) এর দরবারে হাজির হয়ে আরজ করলেন। ইয়া রাসূলুল্লাহ (সাঃ) অমুক ব্যক্তি যেভাবে নামাজ লম্বা করছেন তাতে নামাজে শরীক হওয়া আমার পক্ষে সম্ভব হচ্ছে না। তা শুনে রাসূলেপাক (সাঃ) আমাদেরকে নসীহত করার জন্য মসজিদে দাঁড়ালেন।
আবু মাসউদুল আনসারী (রা)বলেন, আমি রাসূলেপাক (সাঃ) কে কোন দিন ওয়াজ –নসীহতের মধ্যে আজকের দিনের মতো এতো অধিক রাগান্বিত হতে দেখিনি।
হুজুর (সাঃ) আমাদেরকে লক্ষ্য করে রাগের স্বরে বললেন, হে সাহাবাগণ! তোমরা লোকদেরকে নামাজের জামায়াত হতে দূরে রাখতে চাচ্ছ কেন? যে ব্যক্তি লোকদেরকে নিয়ে জামায়াতে নামাজ আদায় করবে, সে যেন নামাজকে লম্বা না করে। বরং ছোট ছোট কিরাতের মাধ্যমে যেন নামাজ আদায় করে। কেননা জামায়াতে যারা হাজির হয় তাদের মধ্যে অসুস্থ, দুর্বল এবং বিভিন্ন ধরনের লোক আছে।
অনলাইন বাংলা নিউজ বিডিঃ / শাকিল আহমেদ মোহন
Leave a Reply