আবারও নোয়াখালীতে যৌতুকের বলি হলেন এক সন্তানের মা তানজিনা আক্তার সাথী (২২)। বাবার বাড়ি থেকে এক লাখ টাকা যৌতুক আনতে না চাওয়ায় স্বামী সাজেদুর রহমান সাজু তাকে পিটিয়ে ও মুখে বিষ ঢেলে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার সকালে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জয়কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনার পর ঘাতক স্বামী পালিয়েছে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
২০১৬ সালের ১৭ নভেম্বর জয়কৃষ্ণপুর গ্রামের আবুল হোসেনের মেয়ে তানজিনা আক্তার সাথীর সঙ্গে একই এলাকার জসীম উদ্দিন রতনের ছেলে সাজেদুর রহমান সাজুর (৩৫) বিয়ে হয়। তাদের সংসারে বিভা নামের দুই বছরের একটি ছেলেসন্তান রয়েছে।
সাথীর মা শেফালি বেগম ও চাচা মন্টু মিয়া সমকালকে জানান, বিয়ের সময় ৬ ভরি স্বর্ণলংকার, নগদ ৩ লাখ টাকা ও আসবাবপত্র যৌতুক দিয়েছেন তারা। বিয়ের তিন মাসের মাথায় ব্যবসার কথা বলে সাথীর পরিবারের কাছ থেকে আরও ৩ লাখ টাকা যৌতুক নেয় সাজু। এভাবে ৩ দফায় মোট ৮ লাখ টাকা যৌতুক দেওয়া হয়। কিন্তু টাকা ব্যবসার কাজে না লাগিয়ে মাদক সেবন করে নষ্ট করে সে। ৩ মাস আগে আরও ১ লাখ টাকা যৌতুক দাবি করে সাজু। কিন্তু সাথী যৌতুক আনতে না চাইলে তাকে মারধর ও নির্যাতন শুরু করে সে।
শেফালি বেগম আরও জানান, ৩ দিন আগে সাথী ফোন করে জানায় যে, সাজু যৌতুকের টাকার জন্য তাকে প্রায়ই মারধর করে। সোমবার সকাল ১০টার দিকে সাথীকে এক লাখ টাকা আনার জন্য আবারও চাপ দেয় সে। সাথী এর প্রতিবাদ করলে সাজু ক্ষিপ্ত হয়ে তাকে এলোপাতাড়ি মারধর করতে থাকে। এতে সাথী অচেতন হয়ে গেলে তার মুখে বিষ ঢেলে দেয় সাজু। স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কয়েক মিনিট পর সেখানে তার মৃত্যু হয়। এরপর হাসপাতালে লাশ রেখে পালিয়ে যায় সাজু।
নোয়াখালীর জেনারেল হাসপাতালের আরএমও ডা. সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম বলেন, সকাল ১১টার দিকে আহত অবস্থায় এক নারীকে হাসপাতালে আনার কয়েক মিনিটি পর সে মারা যায়।
বেগমগঞ্জ থানার ওসি ফিরোজ হোসেন মোল্লা জানান, খবর শুনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। পুলিশ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবে।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply