হাদীস: হযরত আবদুল্লাহ ইবনে ওমর (রা)বর্ণনা করেন, একসময় হযরত ওমর ইবনে খাত্তাব (রা) রাসূলুল্লাহ (সাঃ) এর কাছে আলোচনা করলেন রাতে কোন সময় তার স্বপ্ন দোষ দেখা দিলে, তখন সে কি করবে? উত্তরে রাসূলেপাক (সাঃ) বললেন, তুমি অযু করে নিবে। লজ্জাস্থানকে ধৌত করে নিবে এবং তারপর ঘুমাবে।
স্বামী-স্ত্রী মিলনের পর বীর্যস্খলন না হলে ও গোসল ওয়াজিব:
হাদীস: হযরত আবু হোরায়রা (রা) বলেন, নবী করীম (সাঃ) বলেন, যখন পুরুষ তার স্ত্রীর চার অঙ্গের মাঝখানে বসে যৌন কাজ আরম্ভ করে তখন তাদের উপর পবিত্র হওয়ার জন্য গোসল ওয়াজিব হয়ে যায়।মনি নির্গত হোক বা না হোক।
অন্য হাদীসে বর্ণিত হয়েছে। স্বামী-স্ত্রী যৌনাঙ্গদ্বয় মনের আশা মিটানোর জন্য যখন পরস্পর মিলিত হয় এবং পুরুষের যৌনাঙ্গ স্ত্রীর যৌনাঙ্গে ঢুকে পড়ে তখন গোসল ওয়াজিব হবে। এতে বীর্যপাত হউক বা না হউক।
অনলাইন বাংলা নিউজ বিডিঃ / শাকিল আহমেদ মোহন
Leave a Reply