আজ মঙ্গলবার বিকেলে গণমাধ্যমকে এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
রফিকুল ইসলাম বলেন, ‘রাজনৈতিক দলসহ আপনারা সবাই অভিযোগ করছেন যে মাঠের পরিবেশ-পরিস্থিতি খারাপ হচ্ছে দিন দিন। তাই আমরা আপনাদের শঙ্কা কাটাতে মাঠে বিজিবি নামিয়েছি। বিজিবি নামালে যদি মাঠের পরিবেশ ঠিক থাকে, তাহলে নামাব না কেন?’
নির্বাচন কমিশনার আরো বলেন, ‘নির্বাচন কমিশনের নির্দেশে মাঠে বিজিবি নামানো হয়েছে। তবে কত আসনে নামানো হয়েছে, তা আমি জানি না। পরিস্থিতি বিবেচনায় আগে-পরে মাঠে বিজিবি নামানো হবে। যে স্থানে আগে দরকার, সেখানে আগে নামানো হবে আর যেখানে পরে নামালেও চলবে, সেখানে পরে নামানো হবে।’
এর আগে নির্বাচন কমিশন জানিয়েছিল, ২২ ডিসেম্বর বিজিবি নামানো হবে। তাহলে আগে কেন নামানো হলো—এমন প্রশ্নে রফিকুল ইসলাম বলেন, ‘আপনারা সবাই আমাদের কাছে অভিযোগ করছেন, পরিস্থিতি খারাপ হয়ে যাচ্ছে, হামলা হচ্ছে। তাই আমরা সিদ্ধান্ত নিলাম যে আগে থেকেই মাঠে বিজিবি নামাব। আমরা সিদ্ধান্ত নিয়ে বিজিবিকে জানালাম, তারা মাঠে নেমে গেছে।’
এদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশে বিজিবির এক হাজার ১৬ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ঢাকা মহানগর ও ঢাকা বিভাগে মোতায়েন করা হয়েছে ১৪১ প্লাটুন বিজিবি।
অনলাইন বাংলা নিউজ বিডিঃ/আমিরুল ইসলাম
Leave a Reply