খুব বেশি নয়, নারীদের বয়স ৩০ ছুঁই ছুঁই করলেই শরীরে কোনো না কোনো সমস্যা দেখা দেয়। কিছুটা সমস্যা হয় হাড় ক্ষয়ের দিক দিয়ে। তবে খুব বেশি উপশম হয় না এ বয়সে ব্যথার তীব্রতা। শুরুতেই গুরুত্ব না দিলে এ সমস্যা একসময় দানা বেঁধে কিছুটা বড় আকৃতির হয়েই দেখা দেয়। বয়স পঞ্চাশের কাছাকাছি গেলেই তখন এই সমস্যা ধারণ করে জটিল আকৃতি। চিকিৎসকের শরণাপন্ন হলে জানা যায় দেখা দিয়েছে হাড় ক্ষয়ের জটিলতা। কিন্তু কেন হয় হাড় ক্ষয়?
হাড় ক্ষয়ের এ সমস্যা নিয়ে গবেষণা করতে গিয়ে গবেষকদল পেয়েছেন এক অদ্ভুত তথ্য। নারীরা যে সাবান বা টুথপেস্ট ব্যবহার করেন তা থেকেই নাকি এই সমস্যার উদ্ভব!
কারণ সাবান বা টুথপেস্টে থাকে ‘ট্রাইক্লোসান’ নামে এক ধরণের রাসায়নিক উপাদান। আর এটিই মহিলাদের শরীরে সূত্রপাত ঘটায় অস্টিওপোরোসিসের। এই যৌগ মানব শরীরের হাড়ে খনিজের ঘনত্ব কমিয়ে দেয়।
ক্লিনিকাল এন্ডোক্রিনোলজি অ্যান্ড মেটাবলিজিম জার্নালে প্রকাশিত হওয়া এক গবেষণায় জানানো হয়, ট্রাইক্লোসানের সঙ্গে অস্টিওপোরোসিসের সরাসরি যোগসূত্র রয়েছে। গবেষণার ফল নির্ধারণ করা হয় ১৮৪৮ জন মহিলার ওপর সমীক্ষা করে। যে সকল নারীদের মূত্রে ট্রাইক্লোসান পাওয়া যায়, তাদেরই হাড় ক্ষয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থেকে বলে জানান গবেষকদল।
এই হাড় ক্ষয়কারী উপাদানটি কেবল পাওয়া যায় সাবান, হ্যান্ড স্যানিটাইজার, টুথপেস্ট এবং মাউথওয়াশে। এ সকল কারণে ইতোমধ্যে মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন হ্যান্ড স্যানিটাইজারে ট্রাইক্লোসান ব্যবহার নিষিদ্ধ করেছে।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply