হাদীস: হযরত আয়েশা (রা) হতে বর্ণিত। তিনি বলেন, একবার এক মহিলা নবী করীম (সাঃ) কে হায়েজ থেকে গোসল করা প্রসঙ্গে প্রশ্ন করলে রাসূলেপাক (সাঃ) তাকে হায়েজ থেকে কিভাবে গোসল করতে হবে সে সম্পর্কে আদেশ করলেন।
নবী করীম (সাঃ) বললেন, প্রথমে পশমী অথবা রূই কাপড়ের এক টুকরো কাপড় লও। তারপর উহাতে মেশক অথবা অন্যকোন খুশবো লাগাও। তারপর তা দিয়ে পবিত্রতা অর্জন করো। উক্ত মহিলা বলল, কিভাবে আমি পবিত্রতা অর্জন করবো? রাসূলেপাক (সাঃ) পুনরায় বললেন, তুমি তা দ্বারা পবিত্রতা অর্জন করো তারপর মহিলা বলল, কিভাবে আমি পবিত্রতা অর্জন করবো?
উত্তরে রাসুলুল্লাহ (সাঃ) বলেন, তাপর আমি উক্ত মহিলাকে আমার দিকে টেনে নিয়ে এসে তাকে বললাম। যে যে স্থানে তোমার হায়েজের রক্ত লেগেছে তা তালাশ করে তুমি উক্ত মেশক যুক্ত কাপড়ের টুকরা দ্বারা তা মালিশ করতে থাক।
অনলাইন বাংলা নিউজ বিডিঃ / শাকিল আহমেদ মোহন
Leave a Reply