বলিউডের প্রখ্যাত অভিনেত্রী শ্রীদেবী হৃদযন্ত্র বিকল হয়ে মারা গেছেন এ খবর সবার কাছে জানা হয়ে গেছে। কিন্তু ময়নাতদন্ত ও ফরেনসিক রিপোর্ট থেকে জানা গেছে শ্রীদেবীর মৃত্যুর কারন হৃদরোগ নয়, তিনি মারা গেছেন বাথটাবের পানিতে দমবন্ধ হয়ে।
শ্রীদেবী পারিবারিক এক বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য স্বামী বনি কাপুর ও মেয়ে খুশি কাপুর কে নিয়ে দুবাই যান। অনুষ্ঠানস্থল ছিল দুবাইয়ের জুমমেইরাহ্ এমিরেটস টাওয়ার। শ্রীদেবী এই টাওয়ারের বাথরুমের বাথটাবের পানিতে দম আটকে মারা যান। দুবাইয়ের স্থানীয় সংবাদমাধ্যম খালিজ টাইমস গত সোমবার পুলিশের নিকট হতে প্রাপ্ত তথ্য অনুসারে এই খবর জানিয়েছে।
খালিজ টাইমস এর সংবাদ হতে জানা যায়, ফরেনসিক রিপোর্টে শ্রীদেবীর রক্তের নমুনায় অ্যালকোহলের উপস্থিতি পাওয়া গেছে। ফরেনসিক বিশেষজ্ঞরা জানিয়েছেন এটি শুধুমাত্র একটি দূর্ঘটনা, অন্য কিছু নয়। শ্রীদেবীর পরিবারের হাতে এরই মধ্যে ফরেনসিক ও ময়নাতদন্তের প্রতিবেদন তুলে দেয়া হয়েছে। পরে শ্রীদেবীর ডেথ সার্টিফিকেটও দিয়ে দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের সরকার।
সোমবার দুবাইয়ের স্থানীয় সময় সোয়া একটায় বনি কাপুরের আত্মীয় সৌরভ মালহোত্রা ও ভারতীয় দূতাবাসে কর্মরত একজন কর্মকর্তা কে দুবাইয়ের রশিদ হাসপাতালের মর্গে ডেকে পাঠান হাসপাতাল কর্তৃপক্ষ। তারা সেখানে পৌছানোর কিছু সময় পর ই বের হয়ে আসেন। পরবর্তীতে আবার বেলা দুইটার দিকে তাদের হাসপাতালে ডেকে নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ ও দুবাই পুলিশ তাদের জানান, দুই ঘন্টার মধ্যে শ্রীদেবীর ডেথ সার্টিফিকেট দেওয়া হবে। ফরেনসিক দপ্তর তার মৃত্যুর কারন সম্পর্কে নিশ্চিত হয়েছে। তাই পুনরায় ময়নাতদন্তের প্রয়োজন নেই।
গত শনিবার বলিউডের এই এভার গ্রিন নায়িকার নিথর দেহ পাওয়ার পর তাকে জুমেইরাহ্ এমিরেটস টাওয়ার থেকে দুবাইয়ের রশিদ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসারা জানান তিনি অনেকক্ষণ আগেই মারা গেছেন।
শ্রীদেবীর পরিবারের ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যায়,তার মরদেহ দুবাই থেকে মুম্বাই নেওয়ার জন্য ভারতীয় ধনকুবের অনিল আম্বানির ব্যক্তিগত বিমান ইতিমধ্যে দুবাই এসে পৌছছে। বিকাল চারটা নাগাদ তার মরদেহ নিয়ে বিশেষ বিমান টি দুবাই ছাড়ার কথা রয়েছে।
উলেখ্য শ্রীদেবী মাত্র ৪ বছর বয়সে শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে প্রবেশ করেন এবং নব্বইয়ের দশকে তিনি ছিলেন বলিউডের সুপারস্টার নায়িকা। কিন্তু ২৪ ফেব্রুয়ারি লাখো ভক্ত কে কাঁদিয়ে তিনি চলে গেলে না ফেরার দেশে।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ এস এস
Leave a Reply