২০১৮ রাশিয়া ফুটবল বিশ্বকাপ নিয়ে উত্তেজনার পারদ এখন থেকেই চড়ছে। গোটা পৃথিবী থেকে দর্শকরা আসবেন এই দেশে খেলা দেখতে। তার মধ্যেই স্থূলকায় দর্শকদের জন্য অভিনব পরিকল্পনা করল ফিফা কর্তৃপক্ষ। তাদের জন্য বিশেষ ছাড়ে টিকিট বেচার পরিকল্পনা করেছে ফিফা।
তবে এই টিকিটের সংখ্যা সীমিতই। শুধু তাই নয়, ওই টিকিটের জন্য বরাদ্দ আসনগুলিতে থাকবে বসার জন্য কিছুটা অতিরিক্ত জায়গাও। যাতে বসে খেলা দেখতে কোনও ভাবেই স্থূলকায়দের কোনও অসুবিধা না হয়। তবে কতটা ওজন হলে দর্শককে স্থূলকায় বলে ধরা হবে এবং তিনি এই বিশেষ টিকিটের সুবিধা পাবেন, সেটাও স্পষ্ট করে দিয়েছে ফিফা।
জানিয়েছে, যাদের ‘বডি ইন্ডেক্স মাস’ ৩৫ কেজি/বর্গ মিটার (অর্থাৎ দেহের এক বর্গমিটার অংশের ওজন ৩৫ কেজি) বা তার বেশি হবে, তাঁরাই এই টিকিটের জন্য আবেদন করতে পারবেন। এছাড়া টিকিটের আবেদনের সময় সঙ্গে পেশ করতে হবে এক চিকিৎসকের শংসাপত্র। এই টিকিটের দাম হবে ৮০ পাউন্ড (৬৯১০ টাকা)।
স্টেডিয়ামে ঢোকার সময়ও রাখতে হবে ওই একই শংসাপত্রের প্রতিলিপি। তবে অনেকেই বলছেন, এই টিকিট নিয়ে বিপুল কালোবাজারি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ফিফার তরফে জানানো হয়েছে, ‘অনেক ফুটবলপ্রেমীই স্টেডিয়ামের চেয়ারে বসতে অসুবিধা হবে, এই ভয়ের থেকে খেলা দেখতে আসেন না। তাঁদের মাঠে টানতেই এই উদ্যোগ।’
অনলাইন বাংলা নিউজ বিডিঃ / কাউসার।
Leave a Reply